সিলেট-২ আসন : নৌকার মাঝি হতে চান ৬ প্রার্থী

স্টাফ রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পর থেকে দলীয় মনোনয়ন নিয়ে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সিলেটের প্রতিটি আসনে গড়ে দলীয় মনোনয়ন চান অন্তত ৬ জন প্রার্থী। এরপরেই রয়েছে জাতীয় পার্টির অবস্থান। অবশ্য বিএনপি প্রার্থীদের তেমন দৌড়ঝাঁপ না থাকলেও ভিতরে ভিতরে তারাও প্রস্তুতি নিচ্ছেন- এমন গুঞ্জনও রয়েছে। কেউ কেউ আবার তৃণমূল বিএনপি থেকেও প্রার্থী দিতে পারেন বলে তথ্য পাওয়া গেছে।
বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে সিলেট-২ আসন। এই আসন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। মনোনয়র ফরম সংগ্রহের শেষ দিন পর্যন্ত এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দলীয় মনোনয়ন দৌড়ে তারা কেউই পিছিয়ে থাকতে চান না। নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন-আমেরিকা থেকেও অনেকে দেশে ফিরেছেন।
দলীয় মনোনয়ন সংগ্রহকারীরা হলেন,আওয়ামী লীগ থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক,লেখক ও বীর মুক্তিযোদ্ধা অরূপ রতন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসার আলী ও যুক্তরাজ্য আরেক আওয়ামী লীগ নেতা আবদুল গণি প্রমুখ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু জানান, ছাত্রজীবন থেকেই মুজিবাদর্শ ধারণ করে পথ চলেছি। এই পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। নানা বন্দুর পথ ও চড়াই-উৎরাই অতিক্রম করে এসেছি, পালিয়ে নই। সেই পথ ধরেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এঁকেছি। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি সকলের দো’আ ও সহযোগীতা কামনা করেন।